Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চট্রগ্রাম কেন্দ্রীয় কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।


ইতিহাস

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং বন্দী সংখ্যার দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কারাগার। এটি চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানাধীন ঐতিহ্যবাহী লালদীঘির পূর্ব পাশে অবস্থিত। ১৮৮৫ সালে তৎকালীন ব্রিটিশ সরকারের সময় চট্টগ্রাম জেলা কারাগার প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৬ সেপ্টেম্বর  ১৯৯৯ সালে এটাকে কেন্দ্রীয় কারাগারে উন্নীত করা হয়। কারাগারের মোট ভূমির পরিমান ১৪.৪০ একর। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃত মাস্টারদা সূর্যসেন ১৬  ফেব্রয়ারী ১৯৩৩ সালে চট্টগ্রামের পটিয়া থানার ধলঘাটা গ্রামে ব্রিটিশ সৈন্য কর্তৃক গ্রেফতার হন। ফাসিঁতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার পূর্ববর্তী সময় পর্যন্ত তিনি চট্টগ্রাম জেলা কারাগারে অন্তরীন ছিলেন। ১২ জানুয়ারী ১৯৩৪ সালে চট্টগ্রাম কারাগারে মাস্টারদা সূর্যসেন এবং তাঁর অন্যতম সহযোগী বিপ্লবী তারেকেশ্বর দস্তিদার এর ফাঁসী কার্যকর করা হয়। পরবর্তীতে ব্রিটিশ বিরোধী আন্দোলন আরো বেগবান এবং সহিংস হবে এ আশংকায় ব্রিটিশ সরকার এ দুই অমর বিপ্লবীর মরদেহ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেয়। এ দুই মহান বিপ্লবীর মরদেহ সলিল সমাধিতে ঠাঁই হয় ।